বলিউডের কিংবদন্তী কৌতুক অভিনেতা আসরানি আর নেই। তাকে বলা হত বলিউডের হাসির রাজা! বার্ধক্যজনিত কারণে সোমবার (২০ অক্টোবর) বিকেলে তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর! ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গোবর্ধন আসরানি, যিনি দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে বলিউডে হাস্যরসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ছিলেন। তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে লেখা হয়—“হাসির রাজা আসরানি জির মৃত্যুসংবাদ আমাদের গভীর শোকে নিমজ্জিত করেছে। তার অনন্য অভিনয়, সরলতা ও রসবোধ ভারতীয় সিনেমাকে দিয়েছে এক নতুন পরিচয়। প্রতিটি চরিত্রে যে প্রাণ তিনি সঞ্চার করেছেন, তা চিরকাল আমাদের স্মৃতিতে বেঁচে থাকবে। তার প্রস্থান শুধু চলচ্চিত্র জগতের নয়, তাদের সবার জন্য অপূরণীয় ক্ষতি যারা তার অভিনয়ে একবার হলেও হেসেছেন।”...