দেশজুড়ে বাড়ছে গরম, তাপমাত্রা অস্বস্তিকর পর্যায়ে পৌঁছেছে। আবহাওয়াবিদরা বলছেন, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পর্যন্ত তাপমাত্রার এই তীব্রতা অব্যাহত থাকতে পারে। এরপরই দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’। সোমবার (২০ অক্টোবর) বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, শক্তিশালী এই বৃষ্টিবলয় বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর প্রভাবে দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টি হতে পারে, আর কিছু এলাকায় দেখা দিতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিবলয়টি ২৪ অক্টোবর থেকে শুরু করে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন স্থানে মেঘলা আকাশ ও প্রবল বৃষ্টিপাত দেখা যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত গরমের তীব্রতা একই রকম থাকবে। তবে বুধবার থেকে...