ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি। এটি যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে দিতে পারে। শুধু তাই নয়, ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী এটি বার্তা, নিবন্ধ, কবিতা, এমনকি প্রেজেন্টেশনও তৈরি করতে পারে। এই চ্যাটবটের মাধ্যমে মানুষের দৈনন্দিন কাজ আরও সহজ ও গতিশীল হয়ে উঠছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে ওপেনএআই চ্যাটজিপিটিতে যুক্ত করেছে অ্যাপস এসডিকে। এই নতুন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটজিপিটির চ্যাট উইন্ডো থেকেই বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে পারবেন। এর ফলে হোটেল রুম বা বাসা ভাড়া নেওয়া, গান শোনার তালিকা তৈরি, কিংবা স্বয়ংক্রিয়ভাবে প্রেজেন্টেশন তৈরির মতো কাজগুলো এখন আরও সহজে করা যাবে। প্রাথমিকভাবে চ্যাটজিপিটিতে যুক্ত করা হয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপ, যার মধ্যে রয়েছে বুকিং ডটকম, ক্যানভা, কুরসেরা, এক্সপিডিয়া, ফিগমা, স্পটিফাই ও জিলো। এই অ্যাপগুলো চ্যাটজিপিটির সঙ্গে...