ভারতের আসাম রাজ্যের নগাঁও জেলার ধিং লহকর গ্রামে বিরল ও বিতর্কিত একটি ঘটনা ঘটেছে—এক বিবাহিত নারী বিগত দশ বছরে প্রায় ২৫ বার বাড়ি থেকে পালিয়েছেন। স্থানীয় সূত্রের বরাতে একটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ওই নারীর স্বামী দাবি করেছেন, বিয়ের পর থেকে তিনি ২০–২৫ জন ভিন্ন পুরুষের সঙ্গে পালিয়েছেন। সম্প্রতি আবারও তিনি এক স্থানীয় ব্যক্তির সঙ্গে গৃহত্যাগ করেছেন। যদিও এটি তার ২৫তম পালানো, স্বামী জানিয়েছেন, তিনি স্ত্রীর এই আচরণের পরও তাকে গ্রহণ করতে প্রস্তুত। দম্পতির তিনটি সন্তান রয়েছে। সবচেয়ে ছোট সন্তানের বয়স মাত্র তিন মাস। স্বামীর ভাষ্যমতে, গত ৪ সেপ্টেম্বর মোটর গ্যারেজ থেকে বাড়ি ফিরে তিনি দেখেন, স্ত্রী নেই। স্ত্রী প্রতিবেশীর বাড়িতে তিন মাসের শিশুটি রেখে গিয়েছিলেন বলে জানিয়েছেন—“ছাগলদের খাবার খুঁজতে যাচ্ছি।” এরপর আর ফেরেননি। পালানোর আগে স্বামী জানিয়েছেন, স্ত্রী...