সোমবার ইরাক সরকার জানিয়েছে যে, তারা কোনোভাবেই নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরান বা কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে হুমকি প্রদানের অনুমতি দেবে না। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজি তেহরানে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। সংবাদমাধ্যম INA-এর খবরে বলা হয়েছে, “ইরাক কোনোভাবেই তার ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরান বা কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে হুমকি প্রদানের সুযোগ দেবে না।” তিনি আরও জানান, “বাগদাদ তেহরানের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তি প্রতিপালনে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।” আগস্ট মাসে ইরাক ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, যাতে উভয় দেশের সীমান্তে নিরাপত্তা সমন্বয় বৃদ্ধি করা যায়। আরাজি বলেন, “ইরাকি সরকার আঞ্চলিক স্থিতিশীলতা দৃঢ় করতে এবং এমন কোনো উত্তেজনা বা সংঘাত প্রতিহত করতে কাজ করছে যা আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে...