সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। সোমবার (২০ অক্টোবর) কমিশন তাদের খসড়া প্রস্তাব অনুমোদন দেয়। এতে ৯০ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগেই নতুন পে-স্কেল কার্যকর হতে পারে। সে হিসেবে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই সরকারি কর্মচারীরা নতুন বেতন-ভাতা পেতে পারেন। এর আগে মূল্যস্ফীতির চাপ সামলাতে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। গত ২৭ জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন, যারা ডিসেম্বরের মধ্যেই...