জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আগুন সন্ত্রাস আওয়ামী লীগের পুরোনো খেলা। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আগুনসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার হিন্দুস্থানি আওয়ামী নীলনকশা রুখে দিতে হবে।তিনি বলেন, ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য লেভেল প্লেইং ফিল্ডে ভারতীয় প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন হতে হবে। তার পূর্বে পাঁচটি কাজ বাধ্যতামূলক। এক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। দুই নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে। তিন খুনি হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে। চার গণহত্যাকারী আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং পাঁচ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণে প্রশাসনকে দলীয়করণ থেকে মুক্ত করতে হবে।রাশেদ প্রধান বলেন, অন্তর্বর্তী সরকার প্রশাসনকে এক বছরে হিন্দুস্থানি আওয়ামী দোসর মুক্ত করতে পারে নাই। এর মধ্যে নতুন নিয়োগ দিয়েছে বিএনপির লোকজনকে।...