চলতি বছরের ডিসেম্বরে তফসিল, আসছে ফেব্রুয়ারিতে নির্বাচন। আর ফেব্রুয়ারি মানে রোজার আগে। কথা পরিষ্কার। এরপরও নির্বাচন নিয়ে নানা ধরনের ‘যদি’, ‘কিন্তু’, ‘তবে’, ‘হবে’ ইত্যাদি ভর করেছে। সে সঙ্গে প্রশ্ন। ২০২৬ সালের নির্বাচন আসলে যথাসময়ে হবে? নির্বাচনপাগল প্রার্থীরা নেমে পড়েছেন পুরোদমে। দিনভর মাঠ চষছেন। সন্ধ্যা নাগাদ নিজেই প্রশ্ন ছুড়ছেন, নির্বাচন কি হবে? যে বা যারা প্রশ্নের জবাব দেওয়ার পজিশনে, তিনি বা তারাই এমন প্রশ্ন করলে সাধারণ মানুষের বিভ্রান্ত হওয়া ছাড়া উপায় থাকে? সরকার একটা চমৎকার নির্বাচন দিয়ে বিদায় নিতে চায়। নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন অন্তহীন ব্যস্ত। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের ব্যতিব্যস্ততা। বিএনপি যারপরনাই ব্যস্ত। জামায়াত ৩শ আসনে প্রার্থী ঘোষণা দিয়ে রেখেছে আগেই। এনসিপি একটি ভালো নির্বাচনের প্রত্যাশায় নানা সমস্যা তুলে ধরছে। তারাই সবচেয়ে বেশি আসন পাবে, সে প্রত্যাশা কেউ কেউ জানান...