ফি স্থগিতের পর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কর্মবিরতি প্রত্যাহার বর্ধিত ট্যারিফ ইস্যুতে চট্টগ্রাম বন্দরে সৃষ্ট ভয়াবহ সংকট নিরসনে প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ীরা। বন্দরের বিভিন্ন সেবা খাতে ৪১ শতাংশ ট্যারিফ কার্যকরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ইতোমধ্যে বন্দর ব্যবহারকারীদের সংগঠন ‘চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরাম’ প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে। জুলাই সনদ স্বাক্ষরসহ নানা ব্যস্ততার কারণে এ ক’দিন প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দর ইস্যুতে মনোযোগ দিতে পারেননি বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা-অর্থনীতির লাইফলাইনখ্যাত চট্টগ্রাম বন্দর সচল রাখতে এবার তিনি মনোযোগ দেবেন। চট্টগ্রামের সন্তান হিসাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন। এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও (চবক) বলছে, যে ট্যারিফ কার্যকর হয়েছে তা বাতিল, সংশোধন কিংবা স্থগিত করতে সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে সিদ্ধান্ত আসতে হবে।...