পৃথিবীর ইতিহাসে ইমান ও কুফরের সংঘর্ষের যত দৃষ্টান্ত রয়েছে, সেগুলোর মধ্যে হজরত ইব্রাহিম (আ.)-কে অগ্নিকুণ্ডে নিক্ষেপের ঘটনা অন্যতম। এটি শুধু একটি অলৌকিক মুক্তির কাহিনি নয়, বরং ইমান, ধৈর্য ও আল্লাহর প্রতি নির্ভরতার এক অমর শিক্ষা। একদিকে অহংকারে অন্ধ শাসক নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল। অন্যদিকে আল্লাহর নির্ভীক নবী ইব্রাহিম (আ.) এক আল্লাহ ছাড়া অন্য সব উপাস্যকে প্রত্যাখ্যান করেছিলেন। মূর্তিপূজার বিরুদ্ধে যুক্তি, সাহস ও দৃঢ়তার ফলেই অগ্নিকু- তৈরি করা হয়েছিল তার জন্য। কিন্তু সেই আগুনই পরিণত হয়েছিল শীতলতায়। এতে ফুটে উঠেছে নবুয়তের দৃঢ়তা এবং আল্লাহর কুদরতের অনুপম প্রকাশ, যা আজও ইমানদারদের হৃদয়ে আনে অটল বিশ্বাসের প্রেরণা। হজরত ইব্রাহিম (আ.) মুসলিম জাতির পিতা। মহান আল্লাহ তাকে নানাভাবে পরীক্ষা করেছেন। তিনি ছিলেন মহান আল্লাহর শ্রেষ্ঠ নবী-রাসুলদের একজন। কিন্তু তার পিতা ছিলেন মূর্তিপূজক। তার...