সকালে বিছানা থেকে উঠেই মনে হয় মাথাটা ঘুরছে? হাঁটতে হাঁটতে হঠাৎ ভারসাম্য হারাচ্ছেন? এ রকম পরিস্থিতি অনেকেরই পরিচিত। অধিকাংশ সময়েই আমরা একে সাধারণ দুর্বলতা বা রক্তচাপের ওঠানামা বলে ধরে নিই। কিন্তু জানেন কি, মাথা ঘোরার কারণ অনেক সময় লুকিয়ে থাকে আপনার ‘কানে’? আমাদের অন্তঃকর্ণ শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কানের ভেতরে থাকে তরলভর্তি ক্ষুদ্র অংশ এবং ক্যালসিয়ামের ক্ষুদ্র কণা, যা মাথার অবস্থান বুঝে মস্তিষ্কে সঠিক সংকেত পাঠায়। কিন্তু এই ব্যবস্থায় সামান্য গণ্ডগোল হলেই শরীরের ভারসাম্য নষ্ট হয়। ফলে মাথাঘোরা শুরু হয়। ১। অন্তঃকর্ণের তরলের ভারসাম্য বিঘ্নিত হলে – অতিরিক্ত বা কম তরল কানের ভেতরের ভারসাম্য নষ্ট করে, যার ফলে মাথা ঘোরে। ২। কানে সংক্রমণ বা ঠাণ্ডা লাগলে – কানে চাপ তৈরি হয়, যা মস্তিষ্কে ভুল সংকেত পাঠায়। শরীর...