শারদীয় দুর্গাপূজাসহ বেশ কয়েকটি ধর্মীয় উৎসব শেষে আবারও কাজে ফেরার পালা চিত্রনায়িকা পূজা চেরীর। বেশ কিছুদিন ধরেই নানা ধূম্রজাল ও অনিশ্চয়তার পর ছোটপর্দার মেধাবী পরিচালক রেদওয়ান রনির নতুন সিনেমাতে পূজাই থাকছেন নায়িকা হিসেবে। ‘দম’ নামের এই সিনেমায় এরই মধ্যে চুক্তিবদ্ধও হয়েছেন পূজা। ‘দম’ আগামী বছরের ঈদুল ফিতর কেন্দ্র করে মুক্তি পেতে যাচ্ছে। এর মাধ্যমে অনেকদিন পর আবার চলচ্চিত্র নির্মাণে হাত দিচ্ছেন রেদওয়ান রনি। নাম চূড়ান্ত হওয়ার পর শুরুতে ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমাটিতে অভিনয় করবেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। এবার পূজা চেরী যুক্ত হওয়ায় দর্শকদের আগ্রহ আরও বেড়েছে কয়েক গুণ। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই সূত্রে জানা গেছে, অক্টোবরের শেষ সপ্তাহে কাজাখস্তানে শুরু হবে ‘দম’-এর শুটিং। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। গল্প, নির্মাণ ও শিল্পী...