হাঙ্গেরির অন্যতম প্রধান সাহিত্যিক লাসলো ক্রেসনাহরকাইয়ের নোবেল পুরস্কারপ্রাপ্তি বিশ্বসাহিত্যের দরবারে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব হাঙ্গেরির অন্যতম প্রধান সাহিত্যিক লাসলো ক্রেসনাহরকাইয়ের নোবেল পুরস্কারপ্রাপ্তি বিশ্বসাহিত্যের দরবারে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। তার এই স্বীকৃতি কেবল একজন লেখকের ব্যক্তিগত অর্জন নয় এটি সে সব সাহিত্যের জয়, যা সময়ের অন্ধকারতম মুহূর্তগুলোতেও মানবতার গভীরতম সত্যকে অনুসন্ধান করতে পিছপা হয় না। সুইডিশ একাডেমি তাকে এই পুরস্কারে ভূষিত করেছে তার ‘দূরদর্শী ও অনুপ্রেরণামূলক সাহিত্যকর্মের জন্য, যা সর্বনাশের আতঙ্কের মধ্যেও শিল্পের শক্তিকে পুনরায় স্থাপন করে।’ এই উদ্ধৃতিটি ক্রেসনাহরকাইয়ের চার দশকের এক নিরলস সাহিত্যসাধনার মূল নির্যাস, যা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জীবন, সমাজ এবং সভ্যতার পতনের মুখেও শিল্পের এক অদম্য আলোকরশ্মি সবসময় বিদ্যমান থাকে। ক্রেসনাহরকাই এমন এক লেখক, যিনি বিশ্বাস...