প্রিয় কসমেটিক সামগ্রী হিসেবে অনেক নারীই লিপস্টিক ব্যবহার করেন। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, অনেক লিপস্টিকে থাকা কিছু উপাদান ফুসফুসের ক্যান্সারসহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। কিছু লিপস্টিকে ক্যাডমিয়াম, সীসা, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম সহ ভারী ধাতু রয়েছে, যা দীর্ঘ সময়ে শরীরে জমে মারাত্মক ক্ষতি করতে পারে। গবেষকরা এমন কিছু ধাতু সনাক্ত করেছেন যা লিপস্টিকে থাকতে পারে: এই ধাতুগুলো ঠোঁটের পাতলা চামড়ার ভেতর দিয়ে, খাওয়া বা পান করার সময়, কিংবা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীরে ঢুকতে পারে। লিপস্টিকের কণার শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করাই প্রধান ঝুঁকি। নিয়মিত বা দীর্ঘ সময়ে খাওয়া বা শ্বাস নেওয়া ধাতু শরীরে জমতে পারে। উদাহরণস্বরূপ: Environmental Health Perspectives জার্নালে প্রকাশিত এক গবেষণায় বিভিন্ন লিপস্টিক পরীক্ষা করা হয়। দেখা যায়: এই ফলাফল নির্দেশ করছে, নির্দিষ্ট লিপস্টিক নিয়মিত ব্যবহারে শরীরে ধাতু জমতে...