৭৩ বছর বয়সী এক নারীর পেটে পাওয়া গিয়েছিল ৩০ বছরের পুরনো একটি ‘স্টোন বেবি’, যা চিকিৎসাবিজ্ঞানে লিথোপেডিয়ন নামেও পরিচিত। চিকিৎসকরা জানাচ্ছেন, মৃত ভ্রূণকে শরীর ‘বহিরাগত বস্তু’ হিসেবে চিহ্নিত করে, তার চারপাশে ক্যালসিয়াম জমিয়ে ধীরে ধীরে পাথরের মতো কঠিন করে ফেলে। এই ঘটনা সামনে আসে ওই নারীর সিটি স্ক্যান-এর মাধ্যমে। হেলথ এক্সপার্টদের মতে, এটি অত্যন্ত বিরল এবং অদ্ভুত একটি মেডিকেল কন্ডিশন। লিথোপেডিয়ন বা স্টোন বেবি ঘটে তখন, যখন মৃত ভ্রূণ গর্ভাশয়ের পরিবর্তে পেটে বৃদ্ধি পায়। যথাযথ রক্ত সঞ্চালন না থাকার কারণে ভ্রূণ মারা যায়, আর শরীর সেটিকে বের করতে না পেরে প্রতিরক্ষা প্রক্রিয়া সক্রিয় করে। ফলে ভ্রূণের চারপাশে ক্যালসিয়ামের স্তর জমে সেটি ধীরে ধীরে পাথরে পরিণত হয়। ‘Non Aesthetic Things’ নামে একটি এক্স (আগে টুইটার) অ্যাকাউন্ট এই সিটি স্ক্যানের ছবি শেয়ার...