মহাগ্রন্থ আল কোরআন। ইসলামের মূল তত্ত্ব ও তথ্যের প্রধান উৎস এই পবিত্র গ্রন্থ। পবিত্র কোরআনের বাণী বিশ্বজনীন, সর্বজনীন, চিরন্তন ও শাশ্বত। মানবতার উৎকর্ষ সাধনে ও সভ্যতার ক্রমবিকাশে এর অবদান অতুলনীয়, মানুষের সার্বিক উন্নতি ও প্রকৃত সফলতার কালজয়ী পাথেয়। কোরআন অবমাননার প্রবণতা বর্তমানে পৃথিবীব্যাপী আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। নামধারী মুসলমানরাও কথার ছলে রসিকতা ও জোকারি করতে গিয়ে এসব অপকর্মে লিপ্ত হচ্ছে। কোরআনে কারিমে উল্লিখিত একটি শব্দ ‘রায়িনা’, অপর একটি শব্দ ‘উনযুরনা’ দুটি শব্দের অর্থ আমাদের প্রতি লক্ষ্য করুন। আভিধানিকভাবে শব্দ দুটি একই অর্থে ব্যবহৃত হয়। বিজাতীয় পরিভাষা অনুযায়ী প্রথম শব্দটি একধরনের তিরস্কার। আল্লাহতায়ালা জানিয়ে দিলেন যেহেতু এই শব্দটি তিরস্কার ও অপমান করার লক্ষ্যে ব্যবহৃত হয় তাই এই শব্দ নবীর শানে বর্জন করতে হবে। অতএব যে শব্দ বা বাক্য পরিভাষাগতভাবে আল্লাহতায়ালা, রসুলুল্লাহ (সা.)...