থাইরয়েডের সমস্যায় পুরুষদের তুলনায় মহিলারা অনেক বেশি ভোগেন, এমনটাই বলছে আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন। তাদের তথ্য অনুযায়ী, প্রতি ১০০ জন পুরুষের মধ্যে একজন আক্রান্ত হলেও, মহিলাদের ক্ষেত্রে এই সংখ্যা ৫ থেকে ৮ জন পর্যন্ত হতে পারে। এর পেছনে কারণ কী?মূল কারণ হলো— হরমোনের তারতম্য। মহিলাদের শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মতো প্রজনন হরমোনের ওঠানামা সরাসরি থাইরয়েড গ্রন্থিকে প্রভাবিত করে। বিশেষ করে, ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বেড়ে গেলে থাইরয়েড হরমোনের কার্যকারিতা কমে যায়, যার ফলে থাইরয়েডের সমস্যার সূত্রপাত হয়। থাইরয়েড কিভাবে কাজ করে?গলার সামনের দিকে অবস্থিত থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত টি-থ্রি ও টি-ফোর হরমোন শরীরের নানা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, যেমন— বিপাকক্রিয়া, শরীরের বৃদ্ধি ও গঠন, বুদ্ধির বিকাশ, হৃদস্পন্দন, ঋতুচক্র ও গর্ভধারণ। এই হরমোনগুলোর মাত্রা যদি খুব বেশি বেড়ে যায় বা খুব কমে যায়,...