ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির ফলে দখলদার ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আকরাম আবু বকর, যাকে তিনটি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল ইসরায়েল। আফগান ভয়েস এজেন্সি (এভিএ) জানায়, দীর্ঘ ২৩ বছর কারাবাস শেষে মুক্তি পেয়ে তিনি মিসরের রাজধানী কায়রোতে ফিরেছেন। আর সেখানেই ঘটে এক আবেগমাখা পুনর্মিলনের ঘটনা— ২৩ বছর আগে যাকে তালাক দিয়েছিলেন, সেই নারীকে আবার বিয়ে করেন তিনি। এই গল্প শুধু ব্যক্তিগত ভালোবাসার নয়, এটি অবিচল বিশ্বাস ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। ২৩ বছর আগে আবু বকর স্বেচ্ছায় স্ত্রীকে তালাক দিয়েছিলেন, কারণ তিনি চাননি তার স্ত্রী সারা জীবন একজন বন্দির স্ত্রী হিসেবে কষ্টে কাটাক। কিন্তু সেই নারী তার তালাক মেনে নেননি। তিনি বিশ্বাস করেছিলেন একদিন তার স্বামী ফিরে আসবেন। অবিশ্বাস্য ধৈর্য ও ভালোবাসা নিয়ে অপেক্ষার ২৩ বছর পর...