বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার ১৯ শতাংশ বৃদ্ধি ডলার সংকট ও রাজনৈতিক অস্থিরতা কেটে যাওয়ায় বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যয় বছর ব্যবধানে ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা ব্যয় করেছেন যুক্তরাষ্ট্রে। এর পরের অবস্থানেই রয়েছে থাইল্যান্ড, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া ও কানাডায়।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি বছরের আগস্টে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে ৪৪৩ কোটি টাকারও বেশি খরচ করেছেন, যা গতবছরের একই মাসের তুলনায় ১৯ শতাংশ বেশি।গতবছরের আগস্টে বাংলাদেশিরা বিদেশে কার্ডের মাধ্যমে মোট খরচ করেছেন ৩৭২ কোটি টাকা। চলতি বছরের আগস্টে গতবছরের একই সময়ের তুলনায় এ ব্যয় বাড়লেও মাসিক হিসাবে এই অঙ্কটি জুলাই মাসের ৪৭৯ কোটি টাকা ব্যয়ের চেয়ে ৭.৫ শতাংশ কম।ব্যাংক কর্মকর্তারা বলছেন, গতবছরের তুলনায় বিদেশে ক্রেডিট কার্ডে ব্যয় বাড়ার পেছনে প্রধানত দুটি...