কর্মদিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ৮ নম্বর ফটক এলাকায় থাকে ব্যবসায়ী আর সিঅ্যান্ডএফ এজেন্টদের ছোটাছুটি, লাইন ধরে থাকে ট্রাক আর কাভার্ড ভ্যানের ভিড়। এই কর্মতৎপরতার কেন্দ্রে যে আমদানি কার্গো কমপ্লেক্সে, গত শনিবার সেখানে আগুন লাগার পর দৃশ্যপট বদলে গেছে। আগুন লাগার পর থেকে শাহজালালে নতুন করে কোন কার্গো ফ্লাইট নামেনি। তবে কাজ না থাকলেও অনেক ব্যবসায়ী কার্গো কমপ্লেক্সের সামনে আসছেন, তাদের আলোচনায় ক্ষয়ক্ষতি আর ক্ষতিপূরণের বিষয়টাই এখন মুখ্য। অগ্নিকাণ্ডের পর পণ্য ছাড় ও অন্যান্য ব্যবস্থাপনা স্বাভাবিক হয়নি দুই দিনেও। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রোববার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিকল্প উপায়ে পণ্য খালাসের কথা বলেছিল; তবে সোমবারও তা পুরোপুরি শুরু করা যায়নি। আগের চালানে আসা অক্ষত কিছু মালামাল সোমবার ব্যবসায়ীদের বুঝিয়ে দেওয়া হয়েছে। ৯ নম্বর ফটক দিয়ে সেসব মালামাল বুঝে নিয়েছেন...