বিশ্বব্যাংক গ্রুপ কর্মসংস্থান সৃষ্টিকে মূল মিশন হিসেবে নিয়েছে জানিয়ে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বলেছেন, মিশন বাস্তবায়নে তিন স্তম্ভের কর্মপরিকল্পনার ওপর জোর দিয়েছে সংস্থাটি। এগুলো হলো- অবকাঠামো ও দক্ষতা উন্নয়ন, নিয়মনীতি ও ব্যবসাবান্ধব পরিবেশ গঠন এবং বিনিয়োগকারীদের ঝুঁকি হ্রাসের সহায়তা দেওয়া, যা বেসরকারি পুঁজি আকর্ষণ করে। তার মতে, কর্মসংস্থান শেষ পর্যন্ত বেসরকারি খাত থেকেই আসে, তবে অর্থনৈতিক যাত্রার শুরুতে সরকারি খাতই চালিকা ভূমিকা পালন করে।২০২৫ সালের বার্ষিক সভার অ্যাগ্রি-কানেক্ট ফ্ল্যাগশিপ ইভেন্টের বক্তব্যে সোমবার এসব কথা বলেন তিনি। বলেন, কৃষিকে শুধু খাদ্য উৎপাদনের ক্ষেত্র নয়, বরং কর্মসংস্থান-আয় বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তার চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে চায় বিশ্বব্যাংক। এজন্য ২০৩০ সালের মধ্যে কৃষি ব্যবসা খাতে বার্ষিক বিনিয়োগ দ্বিগুণ করে ৯ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে বলেও ঘোষণা দেন তিনি। বাঙ্গা বলেন, কৃষি...