পৃথিবীর একেবারে উত্তর প্রান্তে, কানাডার আর্কটিক অঞ্চলের নিঃসঙ্গ প্রান্তে অবস্থিত ‘আলার্ট’ (Alert)—যা পৃথিবীর উত্তরতম স্থায়ী বসতি অঞ্চল। উত্তর মেরু থেকে মাত্র ৮১৭ কিলোমিটার দূরে, নুনাভুটের এল্সমির দ্বীপের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত এই ঘাঁটি কানাডার সামরিক ও বৈজ্ঞানিক গবেষণার অন্যতম কেন্দ্র। এখানে বছরের একটি সময় পুরো অঞ্চল ঢেকে যায় এক অবিরাম অন্ধকারে—এটাই ‘পোলার নাইট’ বা মেরু রাত্রি, যখন সূর্য টানা ১৩৬ দিন দিগন্তের উপরে ওঠে না। বিবিসির তথ্য অনুযায়ী, এ বছর ‘আলার্ট’-এ শেষ সূর্যের দেখা মিলেছিল ১৩ অক্টোবর। এরপর ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য আর উদয় হবে না। এ সময় পুরো অঞ্চল কার্যত অন্ধকারে নিমজ্জিত থাকে, কেবল কৃত্রিম আলোর উপর নির্ভর করে কাজ চালাতে হয়। সূর্যালোকের অনুপস্থিতিতে ঘাঁটির বাসিন্দাদের জৈবঘড়ি বা সার্কাডিয়ান রিদম বিঘ্নিত হয়, ঘুম-জাগরণের ছন্দ পাল্টে যায়। এ সময়...