তবে এবার গুগল দিয়েছে স্বস্তির খবর। প্রযুক্তি জায়ান্টটি চালু করেছে ‘Results About You’ নামের এক বিশেষ টুল, যার মাধ্যমে ব্যবহারকারীরা এখন নিজের ব্যক্তিগত তথ্য নিজের হাতেই গুগল সার্চ থেকে মুছে ফেলতে পারবেন। গুগল জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এবং ব্যবহারবান্ধব।১. প্রথমে যান:https://myactivity.google.com/results-about-you২. এরপর নিজের গুগল অ্যাকাউন্টে লগইন করুন।৩. সেখানে আপনার মোবাইল নম্বর, ই-মেইল ও ঠিকানা যোগ করুন।৪. গুগল এরপর আপনাকে নোটিফিকেশন পাঠাবে, যেখানে আপনার তথ্য মুছে ফেলার আবেদন করার বিকল্প থাকবে। এই টুলের মাধ্যমে নিচের ধরনের ব্যক্তিগত তথ্য সরানোর আবেদন করা যাবে— সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, গুগলের এই...