দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে কোচ ফিল সিমন্সের ক্লাসে বাংলাদেশের ক্রিকেটাররা আমিরাতে আফগানদের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে যেন পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছে। নিজেদের শেষ ১২ ওয়ানডের ১১টিতে হারের যন্ত্রণা ভুলে ফিরেছে আতœবিশ্বাস। তবে যথারীতি আলোচনায় মিরপুরের উইকেট। নতুন কিউরেটর, নব-পরিচর্যায় কালো মাটির পিচেও পুরনো চিত্রটা বদলায়নি। স্পিনারদের অবিশ্বাস্য টার্ন আর বাউন্সের মুখে দুই দলই পুরো ৫০ ওভার খেলতে পারেনি। ২০৮ রানের লক্ষ্যে ১৩৩ রানে গুটিয়ে উইন্ডিজ হেরে গেছে ৭৪ রানের বড় ব্যবধানে। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এবং স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ পিচ নিয়ে এত আলোচনার কিছু দেখছেন না। লক্ষ্য নিজেদের ব্যাটিংয়ে উন্নতি এবং জয়ের ধারা অব্যাহত রাখা। দ্বিতীয় ওয়ানডে জিতে আজই সিরিজ নিশ্চিত করতে চান মিরাজ। আর মুশতাকের চোখ...