কার্গো ভিলেজের আগুনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১২ হাজার কোটি টাকার ক্ষতি কার্গো ভিলেজের আগুনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি মোহাম্মদ হাতেম। তার অভিযোগ, কার্গো ভিলেজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন শনাক্ত ও প্রতিরোধ নিশ্চিত করতে কর্তৃপক্ষ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী এবং রপ্তানিমুখী শিল্প সংশ্লিষ্ট বৈদেশিক ক্রেতারা উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন তিনি।সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে কার্গো ভিলেজে অগ্নিকা-ের পর ইএবির আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত বাংলাদেশ ওষুধশিল্প সমিতির মহাসচিব মো. জাকির হোসেন দাবি করেন, কার্গো ভিলেজের আগুনে অন্তত ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়ে গেছে। বাংলাদেশে ৩০৭টি ওষুধ কোম্পানি আছে। এরমধ্যে ২৫০ কোম্পানি সচল আছে। জানিয়ে তিনি বলেন,...