বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী দাবি করেছেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ দীর্ঘ ২৯ বছর ধরে মামলাটিকে আত্মহত্যা হিসেবে প্রমাণের চেষ্টা করা হয়েছে।সোমবার (২০ অক্টোবর) সালমান শাহর মা দাবি করেন, যারা মামলার সব কিছু নষ্ট করে এটাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে চাইল? এটার বিচারও আমরা আদালতের কাছে চাইব। এটা আমার মূল দাবি। বাকি তো আসামিদের বিচার হবেই।’আজ (সোমবার) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালত সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়ের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে এ রায় দেন।তিনি বলেন, ‘আমার ছেলে আত্মহত্যা করেনি— এটা আমি প্রথম দিন থেকেই...