মঙ্গলের লাল পাহাড়, নীলাভ আকাশ আর মরুপ্রান্তে দাঁড়িয়ে থাকা ভবিষ্যৎ প্রযুক্তির ক্যাপসুল—দেখলে যে কেউ ভাববে, এ যেন সত্যিকারের মঙ্গল গ্রহ! অথচ জায়গাটি পৃথিবীর বুকেই, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত গানসু প্রদেশের জিউচ্যাং শহরে। এখানেই তৈরি হয়েছে এক অভিনব থিম বেজ—‘মার্স বেস’, যেখানে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই পাওয়া যায় মঙ্গলে হাঁটার অভিজ্ঞতা। পৃথিবী থেকে মঙ্গলের গড় দূরত্ব প্রায় ৩৫ কোটি কিলোমিটার। কিন্তু চীন সেই দূরত্ব নামিয়ে এনেছে কেবল কয়েক সেকেন্ডে—ভার্চুয়াল প্রযুক্তি ও বাস্তব স্থাপত্যের সংমিশ্রণে। জিউচ্যাংয়ের গোবি মরুভূমির বুকে তৈরি করা হয়েছে এমন এক বিশাল এলাকা, যা দেখতে হুবহু মঙ্গলের মতো। ফুটেজে দেখা যায়, মরুর বুক চিরে দাঁড়িয়ে আছে অত্যাধুনিক কিছু ক্যাপসুল ও ঘাঁটি। কিছু দূরে রয়েছে স্যাটেলাইট লঞ্চ সেন্টার, আর তারও সামনে বিস্তৃত ‘ফিউচারিস্টিক বেজ ক্যাম্প’। চীনের এই মার্স বেজ এখন স্পেসপ্রেমী...