প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল মরক্কো। আর তাতেই ফুটবল বিশে^ নতুন করে ইতিহাস গড়ে আফ্রিকান দেশটি। ফাইনালে ইতিহাসটা আরেকবার নতুন করে লিখেছে তারা। শিরোপা লড়াইয়ে এই টুর্নামেন্টের রেকর্ড ৬ বারের বিশ^চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পাত্তাই দেয়নি তারা। সোমবার সকালে চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে মরক্কো তরুণরা। এটি শুধু অনূর্ধ্ব-২০ নয়, মরক্কোর ইতিহাসে যে কোনো বয়সভিত্তিক বিশ্বকাপেও প্রথম শিরোপা। জোড়া গোল করে এই ম্যাচের জয়ের নায়ক ইয়াসির জাবিরি।টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে ওঠা আর্জেন্টিনা সপ্তম শিরোপা জয়ের জন্য মাঠে নেমেছিল। এই মঞ্চে অবশ্য দিয়েগো প্লাসেন্তের দলকেই ফেবারিট ভাবা হচ্ছিল। কিন্তু ৭৬% বলের দখল আর ২০টি শট নিয়েও জালের দেখা পেল না আর্জেন্টাইনরা। উল্টো যতবারই বল পায়ে এসেছে, প্রায় ততবারই আর্জেন্টাইনদের চাপে ফেলেছে মরক্কানরা। বিশেষ করে প্রথমার্ধে...