শেষ ওভারে প্রয়োজন ৯ রান। হাতে ৫ উইকেট। ৭৭ রানে সেট হওয়া ব্যাটার নিগার সুলতানা জ্যোতি রয়েছেন ক্রিজে। সঙ্গে রাবেয়া খান। বোলিংয়ে আসলেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপত্তু। যিনি আগে ৯ ওভার বল করে ৪১ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। কিন্তু কী আশ্চর্য, ওভারের প্রথম চার বলেই আউট হয়ে গেলেন বাংলাদেশ দলের চার ব্যাটার। প্রথম বলে রাবেয়া খান হলেন এলবিডব্লিউ, দ্বিতীয় বলে নাহিদা আক্তার হলেন রানআউট। তৃতীয় বলে ৭৭ রান করা নিগার সুলতানা জ্যোতি এবং চতুর্থ বলে আউট হলেন মারুফা আক্তার। শেষ দুই বলে ১ রান নিলেন নিশিথা আক্তার নিশি। টানা চার বলে ৪ উইকেট হারিয়ে ম্যাচটাই মাত্র ৭ রানে হেরে গেলো বাংলাদেশ দল। অর্থাৎ, শেষ মুহূর্তে তীরে এসে তরি ডুবলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যদের। টুর্নামেন্টজুড়ে যেখানে রোমাঞ্চকর ম্যাচের অভাব...