একশ’ দিনের বেশি সময় পর আবার জাতীয় দলের হয়ে খেলার অপেক্ষায় ঋতুপর্ণা চাকমা আবারও জাতীয় দলের জার্সিতে ব্যস্ততা বাড়ছে আফঈদা, ঋতুপর্ণা, মনিকাদের। এবার থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী বছর মার্চে নারী এশিয়ান কাপ সামনে রেখে মূলত এই সফরে যাচ্ছে বাংলার বাঘিনীরা। থাইল্যান্ড সফরে হার-জিতের চেয়ে কোচ পিটার বাটলার গুরুত্ব দিচ্ছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলার দিকে।চলতি বছরের ৫ জুলাই মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ঐতিহাসিক ওই মিশনে বাংলাদেশ শেষ ম্যাচে জিতেছিল ৭-০ গোলে। এরপর বাংলাদেশের মেয়েরা বয়সভিত্তিক বেশ কিছু ম্যাচ খেললেও জাতীয় দলের আর খেলা হয়নি। সাড়ে তিন মাস পর ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরছে লাল-সবুজের মেয়েরা। থাইল্যান্ডের বিপক্ষে ২৪ ও ২৭ অক্টোবর...