মালয়েশিয়ার মালাক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হালাল ফেস্টিভ্যাল ২০২৫-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ। ১৬ থেকে ১৯ অক্টোবর, চার দিনব্যাপী এই মেলায় খাদ্য ও পানীয়, হালাল ফ্যাশন, হালাল ট্যুরিজমসহ মোট ৯টি খাতে বিশ্বের ৮টি দেশের ৪০০টি বুথে পণ্য প্রদর্শিত হয়। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন। মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভ্যালে অংশ নেয় বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। এছাড়া বাংলাদেশি আরও কয়েকটি প্রতিষ্ঠানের খাদ্য ও পানীয়, তৈরি পোশাক, পাটজাত সামগ্রী, সিরামিক্স, ওষুধ, চামড়াজাত ও প্লাস্টিক পণ্য প্রদর্শিত হয়।মালাক্কা প্রদেশের মুখ্যমন্ত্রী উতামা এবি রউফ বিন ইউসুহ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী, মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী, ব্রুনাই, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের আঞ্চলিক ধর্মীয় মন্ত্রীদের প্রতিনিধিদলসহ অন্য সরকারি কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানের পর মালাক্কার মুখ্যমন্ত্রী ও...