কানাডা থেকে রেকর্ডসংখ্যক ভারতীয় নাগরিককে জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে—যা দেশটির ইতিহাসে নতুন মাইলফলক তৈরি করেছে। কানাডিয়ান বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)-এর সর্বশেষ তথ্যে দেখা গেছে, ২০২৫ সালে এই ফেরত পাঠানোর হার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্লেষকদের মতে, কানাডায় ক্রমবর্ধমান অভিবাসনবিরোধী মনোভাব এবং বিদেশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর সরকারি পদক্ষেপই এই পরিস্থিতির মূল কারণ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের ২৮ জুলাই পর্যন্ত কানাডা থেকে মোট ১ হাজার ৮৯১ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে, যেখানে ২০২৪ সালের পুরো বছরে এই সংখ্যা ছিল ১ হাজার ৯৯৭ জন এবং ২০১৯ সালে ছিল মাত্র ৬২৫ জন। অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে এই হার কয়েকগুণ বেড়েছে। মেক্সিকানদের পরেই ফেরত পাঠানো বিদেশিদের তালিকায় ভারতীয়রা রয়েছে দ্বিতীয় স্থানে। জুলাই পর্যন্ত কানাডা ২ হাজার ৬৭৮ জন মেক্সিকান নাগরিককে ফেরত...