দীর্ঘদিন অনাদায়ী অবলোপনকৃত ঋণ আদায়ে সম্পৃক্ত কর্মকর্তারা পাবেন ৫ শতাংশ পর্যন্ত নগদ প্রণোদনা। দুই বছর বা তার বেশি সময় ধরে অনাদায়ী থাকা অবলোপনকৃত ঋণগ্রহিতার ক্ষেত্রে এ বিধান কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে রবিবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। বিধি অনুযায়ী, ঋণ অবলোপনের ক্ষেত্রে অবলোপনের অন্তত ৩০ কর্মদিবস আগে ঋণগ্রহিতাকে নোটিস দিতে হবে। যেসব ব্যাংকের এখনো এ ধরনের প্রণোদনা নীতিমালা নেই, তাদের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে এ নীতি প্রণয়ন করতে হবে।প্রণোদনা ঘোষণাপর প্রেক্ষাপট সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, দীর্ঘদিন ধরে অনাদায়ী অবলোপনকৃত ঋণ স্থিতিপত্রে প্রদর্শনের ফলে ব্যাংকের ব্যালান্স শিটের আকার অপ্রয়োজনীয়ভাবে বড় হয়ে যাচ্ছে। তাই আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসারে মন্দ ও ক্ষতিজনক মানের শ্রেণিকৃত ঋণ অবলোপন করার সুযোগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব...