শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ উইকেট পাওয়া স্বর্ণা আক্তারের উদ্যাপন, সোমবার ভারতের মুম্বাইয়ে ইনিংসের প্রথম বলেই উইকেট, এমন দারুণ শুরু এনে দিয়েছিলেন মারুফা আক্তার। কিন্তু সেই শুরুটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। মাঝে টাইগ্রেসদের ওপর ছড়ি ঘুরিয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও হাসিনি পেরেরা। তবে শেষদিকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। যদিও তাতে লঙ্কান মেয়েদের ২০০-এর আগে আটকানো যায়নি। সোমবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের রাউন্ড রবিন লিগে ‘টিকে থাকার লড়াইয়ে’ শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে টস জিতে আগে ব্যাট করে ১০ উইকেটে ২০২ রান করে লঙ্কানরা। ১০ ওভারে ৪ মেডেন, ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন স্বর্ণা আক্তার। আরেক লেগস্পিনার রাবেয়া খানের শিকার ২ উইকেট।টসে হেরে ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশকে স্বপ্নের শুরু এনে দেন মারুফা। এই ডানহাতি পেসারের ইনসুইঙ্গারে পরাস্ত হন লঙ্কান ওপেনার ভিশ্মি গুনারতেœ। লেগ বিফোরের আবেদন...