ইসরায়েলের আগ্রাসনে বিপর্যস্ত গাজায় স্কুলে যেতে শুরু করেছে সেখানকার তিন লাখ শিশু। গত দুই বছর নজিরবিহীন, নিরবচ্ছিন্ন হামলার মুখে শিশুদের স্কুলে যাওয়া বন্ধ ছিল।জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, শনিবার থেকে গাজার তিন লাখ ফিলিস্তিনি শিক্ষার্থী আবারও ক্লাসে যাওয়া শুরু করেছে।সোমবার তুরস্কের আনাদোলু এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর। সংস্থাটি আরও উল্লেখ করে, যুদ্ধবিরতি চালু হলেও এখনও ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। সীমান্ত এলাকায় লাখো ডলার মূল্যের ত্রাণসামগ্রীর ওপর ধুলা জমছে।ইউএনআরডব্লিউএর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা আদনান আবু হাসনা বলেন, সংস্থাটি ‘তিন লাখ ফিলিস্তিনি শিক্ষার্থীর পড়ালেখা শুরুর উদ্যোগ নিয়েছে এবং এই সংখ্যাটি সম্ভবত আরও বাড়বে। স্কুল ও আশ্রয়কেন্দ্রে ১০ হাজার শিক্ষার্থী ক্লাস করবে আর বাকিদের ক্ষেত্রে দূরবীক্ষণ পদ্ধতি ব্যবহার করা হবে। দুই বছর ধরে ওরা স্কুলের শিক্ষা...