হলিউডের শীর্ষ অভিনেত্রীদের কাতারে ইতিমধ্যেই নাম লিখিয়েছেন জেনডায়া। শিশুশিল্পী হিসেবে শুরু করে দিন দিন জয় করেছেন বিশ্বজোড়া তারকাখ্যাতি। অভিনয়, গান ও প্রযোজনা সব ক্ষেত্রেই পেয়েছেন সাফল্য। ২৯ বছর বয়সী এই সুন্দরী এবার টোয়াইলাইট তারকা রবার্ট প্যাটিনসনের নায়িকা হচ্ছেন। প্রযোজনা সংস্থা অ২৪-এর নতুন রোমান্টিক কমেডি সিনেমা ‘দ্য ড্রামা’তে একসঙ্গে অভিনয় করছেন তারা। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা ক্রিস্টোফার বোরগলি, যিনি এর আগে বিখ্যাত হরর-কমেডি ‘ড্রিম সিনারিও’ নির্মাণ করেছিলেন। সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য অভিনেতা নিকোলাস কেজ গোল্ডেন গ্লোব মনোনয়নও পেয়েছিলেন। আসন্ন এই সিনেমায় জেনডায়া ও প্যাটিনসনের সঙ্গে আরও অভিনয়ে আছেন আলানা হাইম, মামুদো আথি ও হেইলি গেটস। ছবিটি প্রযোজনা করছেন অ্যারি অ্যাস্টার ও লার্স নুডসেন। তারা এর আগে অ২৪-এর সঙ্গে ‘হেরিডেটারি’, ‘মিডসোমার’ এবং ‘ডেথ অব অ্যা ইউনিকর্ন’-এর মতো চলচ্চিত্রেও যুক্ত ছিলেন।...