খেলাধুলা ডেস্কঃচ্যাম্পিয়নস লিগে এবারও চ্যাম্পিয়নের মতো শুরু করেছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। প্রথম ম্যাচে আতালান্তাকে গুঁড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে এসেছে তাদের মাঠ থেকেই। এবার জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের বিপক্ষে মাঠে নামছে ফরাসি ক্লাবটি। ম্যাচের আগে মিলেছে সুসংবাদ। ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন পিএসজির দুই তারকা—২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। সোমবার পিএসজির ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন কোচ লুইস এনরিকে। এই স্কোয়াডে আছেন এই দুই তারকাও। বাংলাদেশ সময় রাত ১টায় বায়ার লেভারকুজেনের মাঠে শুরু হবে ম্যাচটি। বার্সেলোনার বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি দেম্বেলে, মার্কিনিয়োসসহ একাধিক খেলোয়াড়। এরপরেও জয় তুলে নিয়েছিল পিএসজি। এবার তাদের ফেরায় আরও শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে তারা। তবে ইনজুরির কারণে বায়ার লেভারকুজেনের বিপক্ষে খেলতে পারবেন না মিডফিল্ডার ফাবিয়ান...