গত একবছরেরও বেশি সময় ধরে ভারতের মূল ধারার গণমাধ্যমে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে অতিরঞ্জিত খবর এবং মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের অসত্য খবরের প্রতিবাদ জানানো হলেও ভারতে সেই প্রবণতা এখনও যে পুরোপুরি থেমেছে বলা যাবে না। তবে নাগরিকের ধর্মাচরণের অধিকারের প্রশ্নে বাংলাদেশের বহুদিনের সুপ্রতিষ্ঠিত নীতি হলো ‘ধর্ম যার যার উৎসব সবার’। সেই নীতিকে সম্মান জানিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের দূতাবাস এবার হিন্দু ধর্মাবলম্বীদের কালীপূজা- দীপাবলী- ভাইফোঁটার উৎসবমুখর সময়কে উদযাপন করলো এক অভিনব পন্থায়। এই তিনটি উৎসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক মিনিট ৩৭ সেকেন্ডের এক আকর্ষণীয় অ্যানিমেশন ভিডিও নির্মাণ করেছে বাংলাদেশ দূতাবাস। আর এই আয়োজনের গোটা পরিকল্পনাটা করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ’র। তিনি এই উৎসবের সময়ে ভারতকে মনে করিয়ে দিয়েছেন -...