২১ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম জাতীয় নির্বাচনের কার্যক্রম সরেজমিনে পাহারা দেবার জন্য চারশ’ কোটি টাকার চল্লিশ হাজার বডি ক্যামেরা শীঘ্রই দেশে আসছে। আমাদের জাতীয় নির্বাচন মানেই মহোৎসব হলেও অতীতে সেই মহোৎসব অনেক সময়ই কলঙ্কিত হয়েছে নানা অনিয়ম, জবরদস্তি আর স্বচ্ছতার সংকটে। বেশিরভাগ সময় ভোটাররা হয়েছে ভীত-সন্ত্রস্ত, নির্বাচনী কর্মকর্তারা ছিলেন অসহায়, আর জনগণের আস্থা ডুবে গিয়েছিল সন্দেহের অতলে। এই বাস্তবতায় নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে নানা প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়ার উদ্যোগ দেখা গেছে। অতীতে যেমন ইভিএম, সিসিটিভি ক্যামেরা কেনা হয়েছিল। আর এবার জাতীয় নির্বাচনের সঙ্গে সংযোজন হচ্ছে বডি ক্যামেরা। বডি ক্যামেরা কেনা হচ্ছে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর জন্য। বিশ্লেষকগণের মনে প্রশ্ন, এতো বিপুল অর্থ ব্যয় করে এ ব্যবস্থা কি সত্যিই নির্বাচনী অনৈতিকতা ঠেকাতে...