২১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম ভিয়েনার জনবহুল রাস্তা থেকে যখন নাতাশা কাম্পুশকে অপহরণ করা হয়েছিল, তখন তার বয়স ছিল মাত্র দশ বছর। দীর্ঘ আটটি বছর ধরে তাকে একটি শহরতলির বাড়ির নীচে, একটি ফাঁদের দরজার আড়ালে, এক শব্দরোধী বাঙ্কারে সমাধিস্থ করে রাখা হয়েছিল। এই আট বছর তার পৃথিবী বলতে ছিল শুধু কংক্রিটের দেওয়াল আর এক নির্দয় অপহরণকারীর নিয়ন্ত্রণ, যিনি তাকে মারধর করতেন, অপমান করতেন। অবশেষে ১৮ বছর বয়সে এসে দুঃস্বপ্নের কারাগার থেকে পালিয়ে মুক্তির আলো দেখতে পান নাতাশা। ৩৬ বছর বয়সী উলফগ্যাং প্রিক্লোপিল ছিল নাতাশার অপহরণকারী। অস্ট্রিয়ার স্ট্র্যাশফ-এ নিজের বাড়ির নীচে বিশেষভাবে শব্দরোধী সেলার তৈরি করেছিল প্রিক্লোপিল। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, এই কংক্রিটের বাঙ্কারই নাতাশার পৃথিবী হয়ে ওঠে। এটি কেবল একটি লুকানো হ্যাচ এবং...