২১ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম থাইল্যান্ডের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ খেলতে আজ ব্যাংকক যাচ্ছেন আফিদা খন্দকাররা। আগামী বছরের মার্চে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বকে সামনে রেখে মূলত প্রস্তুতির অংশ হিসেবে এই সফল বাংলাদেশ জাতীয় নারী দলের। থাইল্যান্ড সফরে হার-জিতের চেয়ে বাংলাদেশের ইংলিশ কোচ পিটার জেমস বাটলার গুরুত্ব দিচ্ছেন প্রতিতদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলার প্রতি। আফিদা, মনিকাদের লড়াকু মেজাজে দেখতে চাওয়ার নানা কারণও আছে। শক্তির দিক থেকে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে থাইল্যান্ড। ফিফা র্যাঙ্কিংয়েরও তাদের (৫৩তম) ধারে-কাছে নেই লাল-সবুজরা (১০৪তম)। তাছাড়া এই সফরের দলে ভুটানের লিগে খেলা ৯ জনকে নিয়ে চট্টগ্রাম ইপিজেডে ২১ দিনের বেশি প্রস্তুতি নেওয়ার সুযোগও পাননি বাটলার। ২৪ ও ২৭ অক্টোবরের দুই প্রীত ম্যাচকে সামনে রেখে গতকাল বিকালে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন...