এভাবেও ভেঙে পড়া যায়! এভাবেও স্বপ্ন বিসর্জন দেওয়া যায়! নাবি মুম্বাইয়ে ডিওয়াই পাতিল স্টেডিয়ামের বাইরে যখন দীপাবলির আতশবাজি ফুটছিল, বাংলাদেশের খেলোয়াড়েরা ডুবে গেলেন হতাশার গভীর অন্ধকারে। শেষ দুই ওভারে কী যেন কী হয়ে গেল! অবিশ্বাস্য ব্যাটিং–ধসের শিকার হয়ে বাঁচা-মরার ম্যাচে হেরে গেল বাংলাদেশ। ৬ উইকেট হাতে রেখে ১২ বলে ১২ রানের সমীকরণটা শেষ ওভারের আগে হয়ে গেল ৬ বলে ৯ রান। তখনো হাতে ৫ উইকেট। আর সবচেয়ে বড় কথা ৭৭ রান নিয়ে টিকে ছিলেন অধিনায়ক নিগার সুলতানা। কিন্তু চামারি আতাপাত্তুর করা শেষ ওভারটায় যা হলো, সেটির কোনো ব্যাখ্যা নেই। নিগার স্ট্রাইকে ছিলেন না প্রথম বলে। রাবেয়া খান হয়ে গেলেন এলবিডব্লু। পরের বলে অধিনায়ককে স্ট্রাইক দিতে পড়িমরি ১ রান নিতে গিয়ে সরাসরি থ্রোতে নন–স্ট্রাইকিং প্রান্তে রানআউট নাহিদা আক্তার। স্ট্রাইক পেয়েও কিছুই...