বিনোদন ডেস্কঃদক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রীসামান্থা রুথ প্রভুঅবশেষে চার বছর পর নীরবতা ভেঙে মুখ খুললেন নিজের জীবনের কঠিন অধ্যায় নিয়ে। জনপ্রিয় অভিনেতানাগা চৈতন্যেরসঙ্গে দীর্ঘদিনের প্রেম, বিয়ে এবং হঠাৎ বিচ্ছেদের পর সামান্থা যে সময়টার মধ্য দিয়ে গিয়েছেন, তা ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক ও সংগ্রামী। এরই মাঝে তিনি আক্রান্ত হন জটিল অটোইমিউন রোগমায়োসাইটিসে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, “আমি সবসময় বাস্তবটাই তুলে ধরতে চেয়েছি। যারা আমাকে অনুসরণ করেন, তারা জানেন আমি কী ধরনের সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছি। বিবাহবিচ্ছেদ এবং অসুস্থতা—সবই আমি জনসমক্ষে এনেছি।” তিনি আরও জানান, বিচ্ছেদের পর থেকে তার প্রতিটি পদক্ষেপ ছিল মানুষের কড়া নজর ও বিশ্লেষণের মধ্যে। নিজের প্রতি শতভাগ সৎ থাকার পরও তাকে বিভিন্ন ট্রল, কটাক্ষ এবং কঠিন প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়েছে। সামান্থার ভাষায়, “অনেকে ট্রল করেছেন, অনেকে নিজের মতামত দিয়েছেন।...