ভারতের রাজধানী দিল্লিতে এক ভয়াবহ জোড়া খুনের ঘটনা ঘটেছে। পরকীয়ার জেরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ ও তার প্রেমিক দু’জনই প্রাণ হারিয়েছেন নৃশংসভাবে। গর্ভের সন্তান কার—এই নিয়েই রক্তাক্ত পরিণতি ঘটেছে মধ্য দিল্লির রামনগরে। পুলিশের বরাতে ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারীর নাম শালিনী (২২)। তিনি দুই কন্যাসন্তানের মা। তার স্বামী আকাশ (২৩) পেশায় রিকশাচালক। আকাশ বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন। শালিনীর প্রেমিক হিসেবে পরিচিত আশু ওরফে শৈলেন্দ্র (৩৪) এলাকায় একজন কুখ্যাত অপরাধী হিসেবে পরিচিত ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শালিনীর সঙ্গে আশুর বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। আশুর দাবি, শালিনীর গর্ভের সন্তান তারই। সম্প্রতি শালিনী স্বামীর সঙ্গে ফিরে গিয়ে সংসার শুরু করলে আশু ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত শনিবার (১৮ অক্টোবর) গভীর রাতে শালিনী ও আকাশ কুতুব রোডে শালিনীর মায়ের সঙ্গে দেখা...