মস্তিষ্কে টিউমার এমন এক জটিল অবস্থা, যা অনেক সময় প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না। তবে শরীর আগেভাগেই কিছু সতর্ক সংকেত দেয়, যা বুঝে নেওয়া গেলে বিপদ এড়ানো সম্ভব। বারবার মাথাব্যথা, হঠাৎ বমি, আচরণে অস্বাভাবিক পরিবর্তন বা খিঁচুনি এসব লক্ষণ কখনোই অবহেলা করা ঠিক নয়। কারণ এগুলো কেবল সাধারণ অসুস্থতার লক্ষণ নয়, বরং মস্তিষ্কে টিউমার গঠনের ইঙ্গিতও হতে পারে। টিউমার যত বড় হয়, তা মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশে চাপ সৃষ্টি করে গুরুতর সমস্যা তৈরি করতে পারে। তাই ব্রেন টিউমারের প্রাথমিক উপসর্গ চিনে নেওয়া অত্যন্ত জরুরি, যাতে সময়মতো চিকিৎসা শুরু করা যায়। ছোট আকারের টিউমার শুরুতে তেমন কোনো উপসর্গ না-ও দেখাতে পারে। কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেলে নানা ধরনের শারীরিক পরিবর্তন দেখা দেয়। টিউমারের অবস্থান, আকার ও বৃদ্ধির হার অনুযায়ী লক্ষণও ভিন্ন হতে...