রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পর অবশেষে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়েছে। রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানের পর যে রাষ্ট্র সংস্কারের দাবিতে দেশ উত্তাল হয়েছিল, সেই দাবির আনুষ্ঠানিক পরিণতিই এ সনদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে ঐক্যের সুর বাজালাম, সেই সুর নিয়েই নির্বাচনের দিকে এগিয়ে যাব।’ তার এই বক্তব্য কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়, বরং সমাজের পুনর্গঠনের রূপরেখা যেখানে গণতন্ত্র, জবাবদিহি ও সামাজিক ন্যায়বিচারের আদর্শ এক নতুন সূচনা নির্দেশ করছে। জাতীয় ঐকমত্য কমিশন দুই পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সনদ প্রস্তুত করেছে। প্রথম পর্বে ৩৩টি এবং দ্বিতীয় পর্বে ৩০টি দলের সঙ্গে বিস্তারিত আলোচনার পর চূড়ান্ত খসড়া তৈরি হয়। স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি দলের...