নাটক ও চলচ্চিত্রের নন্দিত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘কাজলরেখা’ মুক্তি পায় গত বছর। মুক্তির আগে থেকে আলোচিত ছবিটি দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। প্রায় ৪০০ বছর আগের ঐতিহ্যবাহী ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে নির্মিত ছবিটি হিট না হলেও দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা অর্জন করেছে। চলতি বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের ‘রটারডাম চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হয়েছে সংগীতনির্ভর এই সিনেমা। তবে কোনো টেলিভিশনের পর্দায় এখনো দেখা যায়নি সিনেমাটি। দর্শকদের জন্য এবার সেই সুযোগ করে দিচ্ছে মাছরাঙা...