দেশের প্রযুক্তি বাজারে সম্প্রতি আগমন ঘটল নতুন একটি ট্যাবলেটের। শাওমি ব্ল্যাকশার্ক ব্রান্ডের প্যাড ৭ মডেলের এই ট্যাবলেটটি বাজারে এনেছে দেশীয় প্রতিষ্ঠান টেকটাইম। ব্ল্যাকশার্ক ব্র্যান্ডটি বিশ্বখ্যাত ব্র্যান্ড শাওমির সাব-ব্র্যান্ড হিসেবে বিশ্বব্যাপী পরিচিত এবং জনপ্রিয়। এই ব্রান্ডের প্যাড সিরিজ উচ্চ পারফরমেন্স এবং সাশ্রয়ী মূল্যের জন্য বেশি পরিচিত। শাওমি ব্ল্যাকশার্ক ব্র্যান্ডের ওভারসিজ বিজনেস ম্যানেজার মোহাম্মদ আশিকুর রহমান জন এ বিষয়ে বলেন, বাংলাদেশে টেকটাইমের মাধ্যমে শাওমি ব্ল্যাকশার্ক ব্র্যান্ডের ট্যাব মডেল প্যাড সেভেন ফোর-জি এবং প্যাড সেভেন ওয়াইফাই, সঙ্গে থাকছে স্মার্টওয়াচ, টিডাব্লিউএস এবং গেমিং ডিভাইসসহ নতুন মডেলগুলো বাজারে উন্মোচন হচ্ছে যা আমাদের জন্য সম্মানের। বাংলাদেশের ব্যবহারকারীদের কাছে সাশ্রয়ী মূল্যে ভালোমানের পণ্য এবং নতুন প্রযুক্তি তুলে দেওয়া আমাদের লক্ষ্য। বাংলাদেশে শাওমি ব্ল্যাকশার্কের প্রসার এবং সম্প্রসারণে নেতৃত্ব দেওয়ার জন্য সাকিব আরাফাত এবং টেকটাইমের এক্সপেরিয়েন্স টিমকে জানাচ্ছি আন্তরিক...