মৃত্যুর ঠিক আগ মুহূর্তের রহস্য উদঘাটনে নতুন দৃষ্টিভঙ্গি জানা যাচ্ছে। ‘এনহ্যান্সড ইন্টারপ্লে অব নিউরোনাল কোহেরেন্স অ্যান্ড কাপলিং ইন দ্য ডাইং হিউম্যান ব্রেন’ শিরোনামের গবেষণাটি সম্প্রতি ফ্রন্টিয়ার্স ইন এজিং নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে। মৃত্যুর ঠিক আগে এবং পরে মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয় গবেষণায়। তারা বলছেন মৃত্যু মুহূর্তে মস্তিষ্ক দ্রুত জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে স্মরণ করতে পারে। অনেকে জানিয়েছেন জীবনের খণ্ডচিত্রগুলো চোখের সামনে একের পর এক ভেসে ওঠার অভিজ্ঞতা। তখন মস্তিষ্ক এমন মস্তিষ্কতরঙ্গ তৈরি করে, যা স্মৃতি পুনরুদ্ধারের সঙ্গে সম্পর্কিত। এটি এমন প্রক্রিয়া, যা প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে আসা মানুষের অভিজ্ঞতার মতো বলেছেন গবেষণার অন্যতম প্রধান গবেষক ড. আজমল জেমার, যিনি যুক্তরাষ্ট্রের কেনটাকির ইউনিভার্সিটি অব লুইসভিলের সঙ্গে জড়িত। গবেষণায় আলফা, বিটা, গামা, থিটা ও ডেল্টা তরঙ্গের পরিবর্তন ধরা পড়েছে। গামা...