চীনের লিয়াওনিং প্রদেশে এক তরুণীর করুণ কাহিনি সামাজিক মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। ২০ বছর বয়সী লিন ইয়িংইং কোমা থেকে জেগে উঠে জানান, যিনি তার চিকিৎসার জন্য প্রায় ২ লাখ ইউয়ান (প্রায় ২৮ হাজার মার্কিন ডলার) খরচ করেছিলেন, সেই প্রেমিকই তাকে পিটিয়ে অচেতন করেছিলেন। ২০১৩ সালে ইন্টারনেটে পরিচয়ের মাধ্যমে লিন ইয়িংইং ও লিউ ফেংহে পরিচিত হন। অল্প দিনেই প্রেম গাঢ় হয়, এবং দু’জনে মিলে একটি বেকারি চালু করেন। তবে সুখের দিনগুলো দীর্ঘ স্থায়ী হয়নি। একদিন লিউ ফোন করে লিনের বাবাকে জানান, দোকানে কাজ করার সময় লিন পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন। পরবর্তীতে জানা যায়, লিন গুরুতর মস্তিষ্কে আঘাত পেয়ে গভীর কোমায় চলে গেছেন। দুই মাস ধরে লিউ প্রতিদিন লিনের সেবা করেন—ডায়াপার বদল, শরীর ঘোরানো, মালিশ এবং চিকিৎসার খরচের জন্য ঋণ নেওয়া।...